ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

পায়রা বন্দরে প্রথমাবের মতো এসেছে এলপিজি গ্যাসবাহী জাহাজ

পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ মেট্রিকটন তরল গ্যাসবাহী এই জাহাজটির নাম এমভি বসুন্ধরা এলপিজি চাতকী। গতকাল থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে এই জাহাজটির গ্যাস খালাস কার্যক্রম শুরু হয়। বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে গ্যাস পাঠানো হচ্ছে ঢাকায়। বসুন্ধরা গ্রæপের এই জাহাজটি গত সোমবার বন্দরের ইনারে এসে পৌছায়। 


পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পন্য পৌছানোর কারনে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। এর আগে ডুবাই থেকে আমদানিকৃত চট্টগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এই জাহাজটি। 

ads

Our Facebook Page